পার্টির অনুমতি ছাড়াই কক্সবাজার ভ্রমণ, এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫, ১৫:৫১

দলের শীর্ষ নেতাদের হঠাৎ কক্সবাজার সফর—আর তাতেই রাজনৈতিক মহলে তোলপাড়! কারণ দর্শানোর নোটিশ পেলেন এনসিপির পাঁচ নেতা। ৬ আগস্ট, বুধবার—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্ব একযোগে পাঁচ জন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে জারি করেছে কারণ দর্শানোর নোটিশ।
অভিযুক্তরা হলেন—হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক), সারজিস আলম (উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক), নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক), ডা. তাসনিম জারা (জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব), এবং খালেদ সাইফুল্লাহ (যুগ্ম আহ্বায়ক)।
দলীয় দপ্তর সূত্র জানায়, ৫ আগস্ট—যখন পুরো দেশজুড়ে পালিত হচ্ছিল ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ঠিক তখনই পার্টির অনুমতি না নিয়ে এই পাঁচ নেতা চলে যান কক্সবাজার ভ্রমণে।
এনসিপির পক্ষ থেকে এটিকে বলা হচ্ছে—‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ’ এবং ‘রাজনৈতিক পর্ষদের প্রতি চরম অবজ্ঞা। নোটিশে বলা হয়েছে, এই সিদ্ধান্তের কারণ লিখিত আকারে ব্যাখ্যা দিতে হবে দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সামনে—আগামী ২৪ ঘণ্টার মধ্যে, সশরীরে উপস্থিত হয়ে।
এখনো পর্যন্ত অভিযুক্ত নেতাদের কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এটা কি নিছক ‘একটি ভ্রমণ’? নাকি দলীয় অভ্যন্তরে কিছু গভীর সংকেত?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।