রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

রেস্তোরাঁয় প্রেমিকার হাতে পিস্তল, হাসি-ঠাট্টায় ভাইরাল গ্যাং লিডার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫, ১৫:০৫

ছবি: সংগৃহীত

রেস্তোরাঁর টেবিলে বসা এক প্রেমিক-প্রেমিকা, হঠাৎ প্রেমিক ব্যাগ থেকে বের করলেন একটি পিস্তল! মুহূর্তেই প্রেমিকার হাতে তুলে দিলেন সেই অস্ত্র। হাসি-ঠাট্টা, তাক করা— যেন বিপদের কোনো ভয় নেই!

গাজীপুরের শ্রীপুরের একটি রেস্তোরাঁয় ঘটে এই ঘটনা। প্রেমিকা হাতে পিস্তল নিয়ে কখনও প্রেমিকের দিকে, কখনও টেবিলের অন্য ব্যক্তির দিকে তাক করছেন— আর সবাই হাসছেন। এই খোলা অস্ত্র হাতে খুনসুটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই যুবকের নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ, বয়স মাত্র ১৮। এলাকায় পরিচিত এক কিশোর গ্যাং লিডার— মারামারি, দলবাজি, চাঁদাবাজি, এমনকি অপহরণেও জড়িত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন— এমসি বাজার এলাকায় আলিফ ও তার গ্যাংয়ের কোনো অপরাধ নেই যা তারা করে না। কিছুদিন আগে অপহরণ ও চাঁদাবাজির মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

শ্রীপুর মডেল থানার ওসি জানিয়েছেন— ভিডিওটি পুরোনো। আলিফ বর্তমানে কারাগারে আছে। তবে গ্রেপ্তারের সময় তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। ভিডিওতে থাকা পিস্তল আসল না খেলনা— তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। অস্ত্র আসল হোক বা খেলনা— জনসমক্ষে এমন আচরণ কেবল আইনেরই লঙ্ঘন নয়, বরং সমাজে ভয় ও অপরাধের সংস্কৃতি ছড়িয়ে দেয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top