উমামা ফাতেমার দরখাস্তে ঢাবি হলের রাজনীতি নিয়ে তীব্র বিতর্ক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫, ১৫:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শুধু বামপন্থি ছাত্রসংগঠনগুলোর রাজনীতি চলবে—এমন দাবি নিয়ে উমামা ফাতেমা নামের এক শিক্ষার্থীর দরখাস্ত ভাইরাল হয়েছে। শুক্রবার কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর দেওয়া দরখাস্তে তিনি দাবি করেছেন, শুধু বাম রাজনীতি ছাড়া অন্য সকল ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা উচিত।
দরখাস্তে উল্লেখ আছে, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন এক চুক্তি করেছিল—সেখানে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকবে। কিন্তু ছাত্রদলসহ কয়েকটি সংগঠন গোপনে রাজনীতি করছে।
তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট হল কমিটির ঘোষণা নিয়ে উমামা ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে শুক্রবার রাত থেকে ব্যাপক বিক্ষোভ হয়। রোকেয়া হলে শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বিক্ষোভ করে বের হন। পরে সব হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিয়ন্ত্রিত থাকবে বলে জানান। ১৭ জুলাইয়ের সিদ্ধান্ত বহাল থাকবে। কিছু বামপন্থি ছাত্রও উমামার এই দাবিকে সমর্থন করেন না। এনসিপির এক নেতা বলেন, তিনি শুধু বাম রাজনীতি ছাড়া অন্য সব রাজনীতির বিরুদ্ধে। ঢাবি হলে ছাত্ররাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ও উত্তেজনা চলছে, যা ভবিষ্যতে কেমন রূপ নেবে—সেটাই দেখার বিষয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।