রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

মির্জা ফখরুলের দাবি, তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫, ১৫:২৭

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, দেশে শুধু গণতন্ত্রই প্রতিষ্ঠা করতে হবে না, ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, পাশাপাশি স্বাস্থ্য, ভাতসহ সকল অধিকার নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, কিন্তু সমস্যা সিস্টেমের অভাবে। পারস্পরিক হিসেবরীতির সংস্কৃতি আমাদের ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।

ফখরুল স্লোগানের রাজনীতি বাদ দিয়ে বাস্তব রাজনীতির ওপর গুরুত্ব দিতে বলেন। তিনি বলেন, তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।রাজনীতিতে পরিবর্তনের আহ্বান ও তারেক রহমানকে ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরায় আজকের এই বক্তব্য গুরুত্বপূর্ণ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top