বাংলাদেশে মানবাধিকার কিছুটা স্থিতিশীল, বলছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫, ১৫:৫১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র বলছে—বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও উদ্বেগের জায়গা এখনো রয়ে গেছে।

১২ আগস্ট প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে—২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভ, সংঘর্ষ এবং শত শত মানুষের প্রাণহানির পর ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—আগস্টের ওই ঘটনার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও শঙ্কার জায়গা এখনো রয়েছে। আগের সরকারের সময়ে নির্বিচারে হত্যা, গুম, নির্যাতন, বেআইনি আটক, সাংবাদিক ও সমালোচকদের হয়রানি, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় গুরুতর বিধিনিষেধ, সেন্সরশিপ, শ্রম অধিকার দমনের মতো ঘটনা ব্যাপকভাবে ঘটেছে।

এছাড়া মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের ব্যাপক দায়মুক্তির অভিযোগ ছিল। তবে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার আগের শাসনামলের বহু সদস্যকে গ্রেপ্তার করেছে এবং জাতিসংঘের সহযোগিতায় জবাবদিহি নিশ্চিতের কাজ করছে।

অপরাধীদের বিচারের জন্য দেশের প্রচলিত আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—দুটোই ব্যবহার করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। মানবাধিকার রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, নাগরিকেরও দায়িত্ব।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top