দুদক বলছে, টিউলিপের বাংলাদেশি নাগরিকত্ব আছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫, ১৫:৫৫

ছবি: সংগৃহীত

দুদক বলছে—টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব আছে, তবে তিনি বরাবরই তা অস্বীকার করেছেন। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ জানান—টিউলিপ প্রাপ্তবয়স্ক হয়ে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন। এসব নথি আদালতে উপস্থাপন করা হবে।

অন্যদিকে টিউলিপের আইনজীবীরা এসব নথিকে জাল দাবি করেছেন। তাদের বক্তব্য—টিউলিপের কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ছিল না। ২০১৭ সালে টিউলিপ সাংবাদিকদের বলেছিলেন—আমি ব্রিটিশ, বাংলাদেশি নই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ করেছেন—এটি আইনি প্রক্রিয়া নয়, বরং হয়রানি ও প্রহসন।

দুদকের দাবি—তার পাসপোর্ট ও ভোটার আইডিতে থাকা ঠিকানায় একাধিকবার সমন পাঠানো হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে—টিউলিপের জাতীয় পরিচয়পত্র রয়েছে, তবে তা সরাসরি নাগরিকত্বের প্রমাণ নয়।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগে দুদক টিউলিপ, তার মা, খালা শেখ হাসিনা ও দুই ভাইবোনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই বরাদ্দ নেওয়া হয়েছে।

শেখ হাসিনার পতনের পর হাসিনা পরিবারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। টিউলিপ দাবি করছেন—নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিপক্ষদের দমন করছে, আর তিনিও এর শিকার। এ ঘটনা নিয়ে আদালতের রায় ও রাজনৈতিক প্রতিক্রিয়া—সব নজর এখন সেদিকেই।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top