সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি ও ইউসিবির দাবি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫, ১৭:১৮

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামী চৌধুরীর যুক্তরাজ্যে শতাধিক সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছে প্রশাসক প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটন।
বাংলাদেশ সরকারের ও দুদকের অনুরোধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তার সম্পদ জব্দ করে আদেশ দিয়েছে। বিক্রিত অর্থ দিয়ে দুবাই ও সিঙ্গাপুরভিত্তিক ঋণদাতাদের ঋণ পরিশোধ করা হবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি জানায়, তারা ২৫ কোটি পাউন্ড দাবি করেছে। ব্যাংকের ফরেনসিক অডিটে প্রমাণ পাওয়া গেছে, জাবেদের কাছ থেকে পাচারকৃত অর্থে লন্ডন ও দুবাইয়ে সম্পত্তি কেনা হয়েছে।
জাবেদ ছিলেন ইউসিবির চেয়ারম্যান, স্ত্রী রুকমিলা জামান ছিলেন ব্যাংকের চেয়ারপারসন। অভিযোগ আছে, ব্যাংকের বেশ কিছু অনিয়মের মাধ্যমে অর্থ পাচার হয়েছে।
টেলিগ্রাফের অনুসন্ধানে জানা যায়, জাবেদের নামে যুক্তরাজ্যে তিন শতাধিক ফ্ল্যাট ও হাউজিং ব্লক রয়েছে, যার মোট মূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড।
গত জুলাই মাসে দুদকের মামলায় জাবেদ ও পরিবারের সদস্যদের শেয়ার জব্দ করা হয়েছে, প্রায় ৫৭০ কোটি টাকার। সাবেক পরিচালকদের বিরুদ্ধে আরও বিভিন্ন মামলা চলমান।
সাইফুজ্জামান চৌধুরী দাবি করেছেন, বিদেশে তার সম্পত্তি বৈধ অর্থে কেনা এবং রাজনৈতিক হয়রানির শিকার হচ্ছেন। এই বিষয়টি দেশের অর্থনৈতিক স্বচ্ছতা ও বিচার প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলবে। নজর রাখুন, বিস্তারিত জানাতে থাকব আমরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।