ফেব্রুয়ারিতে নির্বাচন: ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫, ১৭:৪৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তারা ২০২৬ সালের নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করছেন, যাতে ক্ষমতা জনগণের প্রকৃত প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা যায়।

ড. ইউনূস বলেন, সংস্কার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের লক্ষ্য সুস্পষ্ট, পরিকল্পনা বিস্তারিত, এবং অঙ্গীকার দৃঢ়।” তিনি আরও জানান, অর্থনীতি, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো, উদ্যোক্তাদের সহায়তা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা তাদের প্রধান অগ্রাধিকার।

তিনি উল্লেখ করেছেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টে যুবসমাজের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন জাতীয় পরিচয়ে নতুন অর্থ দিয়েছে এবং ভবিষ্যতের জন্য আশা জাগিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি, যেখানে শাসনব্যবস্থা ন্যায়সঙ্গত, অর্থনীতি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিটি মানুষ সাফল্যের ন্যায্য সুযোগ পাবে। আমাদের সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এভাবেই অন্তর্বর্তী সরকার দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top