এক সময় ভাত খুঁজতো, এখন ওয়েস্টিনে: পার্থের চাঞ্চল্যকর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫, ১৪:৫৪

ছবি: সংগৃহীত

ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম উঠে এসেছে।

তবে আসিফ মাহমুদ দাবি করেছেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, সাক্ষাৎকার জোরপূর্বক নেওয়া হয়েছে। রাতে কাজ শেষ হলে মাঝে মাঝে তিনি ৩০০ ফিটের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, দোকান বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান।

জানেন আলম অপু দাবি করেছেন, ওই দিন আসিফ গুলশানে উপস্থিত ছিলেন, তবে আসিফ নিজে নিশ্চিত নন। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ব্যক্তিকে তার সঙ্গে মেলানো নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সঙ্গে জানে আলমের দেখা হয়নি এবং পুরনো জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার প্রথা আবার ফিরে আসছে কি না সেটাই শঙ্কার বিষয়।

এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ফেসবুকে লিখেছেন, এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে। পোস্টটি ৭৭ হাজার লাইক, ২০ হাজার মন্তব্য এবং ৮ হাজারের বেশি শেয়ার পেয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top