শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সোনা মিয়া মার্কেটে বেকারি ব্যবসায়ীর কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫, ১৭:০৯

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোনা মিয়া মার্কেটের এক বেকারি ব্যবসায়ী শাহ আলমের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী রনি নিয়মিত হুমকি-ধমকি দিয়ে ব্যবসায়ীকে চাপে রাখছে। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে— এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে তাকে।

অভিযোগ উঠেছে, মৃত আওয়ামীলীগ নেতা শাহজাহানের ছেলে রনি দীর্ঘদিন ধরে যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সে ছিল সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতি রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরশাসনের পতনের পর পালানোর চেষ্টা করলেও সাবেক কাউন্সিলর মতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার হয়। তার পর থেকেই রনি এককভাবে এলাকায় ভয় দেখিয়ে চাঁদা আদায় চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

বর্তমানে আদমজীসহ আশপাশের ব্যবসায়ীরা রনির দাপট ও চাঁদাবাজির ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। কে বা কারা রনির পেছনে থেকে তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, এ প্রশ্ন তুলছে এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, প্রশাসন যেন অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে রনিকে আইনের আওতায় আনে এবং সাধারণ মানুষকে চাঁদাবাজি ও সন্ত্রাসী আতঙ্ক থেকে মুক্ত করে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top