ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১৪:২৭

নির্বাচনের উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষণা করেছে তাদের পূর্ণাঙ্গ প্যানেল।
ভিপি পদে মনোনয়ন পেয়েছেন আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন শেখ তানভীর বারী হামীম। প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বুধবার অপরাজেয় বাংলার সামনে।
সহকারী সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন তানভীর আল হাদি মায়েদ। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন এহসানুল ইসলাম।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু হায়াত জুলফিকার জিসান। ক্রীড়া, পরিবহন, স্বাস্থ্য ও মানবাধিকারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন পেয়েছেন বিভিন্ন শিক্ষার্থী।
গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে পদ খালি রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ২৮টি পদে ছাত্রদল ২৭ পদে প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।