আফগানিস্তানে বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৭৩ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১৬:২৩

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! পশ্চিম হেরাত প্রদেশে যাত্রীবাহী বাস, একটি ট্রাক আর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৭৩ জন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসে থাকা অধিকাংশ যাত্রী ছিলেন ইরান থেকে ফেরত পাঠানো আফগান অভিবাসী। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা সবাই নিহত হন। ট্রাক ও মোটরসাইকেলের চালক ও যাত্রীও প্রাণ হারিয়েছেন।
প্রশাসনের দাবি— অতিরিক্ত গতি আর বেপরোয়া চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আফগানিস্তানে এমন সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে, কারণ বহু বছর যুদ্ধের ফলে সড়ক নেটওয়ার্ক ভেঙে পড়েছে, আর ট্রাফিক আইনও মানা হয় না।
জাতিসংঘ বলছে, শুধু এ বছরেই দেড় মিলিয়নের বেশি আফগান অভিবাসীকে ইরান ছাড়তে বাধ্য করা হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এত বিপুল সংখ্যক মানুষ ফেরত আসায় দেশটি আরও তীব্র সংকটে পড়বে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।