ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১১:৪৬

ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে দুদিনের সফরে ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
আজ সকালে তিনি প্রথমে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন। এরপর একান্ত বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ ও পাকিস্তান।
এই বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা সইয়ের কথা রয়েছে। এর মধ্যে রয়েছে—কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, সাংস্কৃতিক বিনিময়, ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সমঝোতা, বাণিজ্য ও বিনিয়োগে যৌথ গ্রুপ, কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা, রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সহযোগিতা। এছাড়া মান নিয়ন্ত্রণ সংস্থা ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যেও সমঝোতার বিষয়ে আলোচনা চলছে।
বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াত আমির শফিকুর রহমানের বাসায়ও যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্য বৃদ্ধি, আন্তঃসংযোগ, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক রাজনীতি এবং সার্ককে সক্রিয় করার মতো বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।