সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদ ও কোম্পানি শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫, ১৫:৩১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়-এর নামে যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন—দুদক।
তদন্তে জানা গেছে, জয়ের নামে রয়েছে দুটি বিলাসবহুল বাড়ি, ছয়টি কোম্পানি, দশটি ব্যাংক অ্যাকাউন্ট এবং আটটি দামী গাড়ি। গাড়িগুলোর মধ্যে আছে মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস, লেক্সাস জিএক্স ৪৬০, ল্যান্ড রোভার, এমনকি ম্যাকলারেন ৭২০এস—যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা।
দুদক বলছে, আওয়ামী লীগ সরকারের সময় তথ্যপ্রযুক্তি উপদেষ্টা থাকাকালে জয় হুন্ডি ও অবৈধ চ্যানেলের মাধ্যমে বিপুল অর্থপাচার করে এসব সম্পদ গড়ে তোলেন। ভার্জিনিয়ায় তার কেনা বাড়িগুলোর মূল্য প্রায় ৫৫ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রে জয়ের ছয়টি কোম্পানির নামও জানা গেছে—এর মধ্যে আছে গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন্স, প্রাইম হোল্ডিং এলএলসি এবং ব্লু হেভেন ভেনচারস। এসব কোম্পানির প্রতিটিতেই ব্যাংক হিসাব খোলা হয়েছে ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে।
গত ১৪ আগস্ট জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থপাচারের মামলা করেছে দুদক, যেখানে অভিযোগ আনা হয়েছে ৬০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুদক তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও একের পর এক মামলা করছে। ইতিমধ্যে হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ২৩ জনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।