সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড.ইউনূস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫, ১৭:২২

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন—বাংলাদেশে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। সোমবার কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন—দেশ এখন স্থিতিশীল, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।

একইসঙ্গে রোহিঙ্গা ইস্যুতে সরকার যে আন্তরিক, সেটাও তিনি তুলে ধরেন। ড. ইউনূস জানান, রোহিঙ্গাদের সমস্যা সমাধানে ৭ দফা প্রস্তাব দেওয়া হয়েছে এবং নিরাপদ প্রত্যাবাসনের জন্য বৈশ্বিক মঞ্চে চেষ্টা অব্যাহত আছে।

তিনি স্পষ্ট বলেন—মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে, যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে। তিন দিনব্যাপী এই সংলাপে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের পাশাপাশি রোহিঙ্গা প্রতিনিধিরাও অংশ নেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রত্যাবাসনের উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জানিয়েছেন—বাংলাদেশ আর কোনো নতুন রোহিঙ্গাকে দেশে প্রবেশ করতে দেবে না, সীমান্তে সতর্ক অবস্থানে আছে বাহিনী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top