ডাকসু নির্বাচনে আজ থেকে প্রচারণা, কড়াকড়ি আচরণবিধি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫, ১২:৪৫

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আজ থেকে। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন, তবে মানতে হবে কঠোর আচরণবিধি। সামাজিক, আর্থিক বা সেবামূলক সহযোগিতা করা যাবে না। ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা, কিংবা ক্যাম্পাসে মাজলিশ-মাহফিল আয়োজনও নিষিদ্ধ। এসব লঙ্ঘন করলে শাস্তিযোগ্য অপরাধ ধরা হবে।

প্রার্থীরা মূলত চারভাবে প্রচারণা চালাতে চান—অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার-লিফলেট, ব্যানার, এবং সশরীরে প্রচার।

এদিকে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামীর প্রার্থিতা বাতিলের সুপারিশ করেছে ট্রাইব্যুনাল কমিটি। অভিযোগ, তাঁরা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top