ডাকসু ভিপি প্রার্থী জালালের ছুরিকাঘাতে রুমমেট আহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১২:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালাল তার রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। জালাল টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের ২০১৩–১৪ সেশনের শিক্ষার্থী। আর আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
অভিযোগ অনুযায়ী, রুমে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে আঘাত করেন জালাল। সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার পর জালাল কক্ষে আটকে থাকেন। পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাত আড়াইটায় প্রক্টর ও হল প্রভোস্টের সহায়তায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
হল প্রাধ্যক্ষ ড. সিরাজুল ইসলাম জানান—এ ঘটনার পরপরই জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিল এবং মামলা করার উদ্যোগও নেওয়া হচ্ছে। আহত রবিউল বলেন—লাইট জ্বালানো ও শব্দ করার কারণে প্রতিবাদ করলে জালাল ক্ষিপ্ত হয়ে তাকে বহিরাগত বলে আঘাত করে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।