বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ বৃহস্পতিবার প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১৮:০৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের জানান— বৃহস্পতিবার, ২৮ আগস্ট এই রোডম্যাপ প্রকাশ করা হবে।

এর আগে ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা পুনর্র্নিধারণ করে খসড়া প্রকাশ করেছিল। খসড়ায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়, আর বাগেরহাটে একটি কমিয়ে ৩টি করা হয়।

এ নিয়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে ইসিতে। পরে ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়, যা শেষ হয়েছে বুধবার।

এখন এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামীকাল প্রকাশিত রোডম্যাপেই নির্ধারিত হবে— আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top