সংসদীয় আসনের সীমানা শুনানি শেষ, ১ হাজার ৮৯৩ দাবি আপত্তি লিপিবদ্ধ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৪:১৬

প্রস্তাবিত সংসদীয় আসনের সীমানা নিয়ে চার দিনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন—এখন পাওয়া মতামত ও আপত্তি পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে—এর মধ্যে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ। রবিবার থেকে বুধবার পর্যন্ত পর্যায়ক্রমে ৩৩ জেলার ৮৪ আসনের শুনানি হয়েছে। শুনানিতে অংশ নিয়েছেন আবেদনকারী, তাদের আইনজীবী এবং নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা।
বিভিন্ন জেলার প্রতিনিধি আসন পুনর্বিন্যাসের দাবি তুলেছেন। কুড়িগ্রাম-৪ আসনকে ২০১৩ সালের সীমানায় ফেরত চাইছে আবেদনকারীরা। পাবনা প্রতিনিধিরা চাইছেন সাঁথিয়া উপজেলা নিয়ে আলাদা আসন।
সিরাজগঞ্জে দাবি উঠেছে আবারও সাতটি আসন ফিরিয়ে আনার। ফরিদপুরের প্রস্তাব—২০০১ সালের মতো ফরিদপুর-৪ ও ৫ আসন পুনর্গঠন। টাঙ্গাইল-৬ এর প্রতিনিধি দেলদুয়ার উপজেলা নিয়ে আলাদা আসন চেয়েছেন। আর সিলেটের দাবি, সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডকে আবারও সিলেট-১ আসনে ফেরানো।
নির্বাচন কমিশন জানিয়েছে, সব দাবি-আপত্তি লিপিবদ্ধ করা হয়েছে এবং আইন অনুযায়ী নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।