মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দিলেন জেড আই খান পান্না

রাজীব রায়হান | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৬:৩৩

ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ এর গোলটেবিল বৈঠক ভণ্ডুল হওয়ার পর ফেসবুক লাইভে জরুরি আহ্বান জানালেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না।

তিনি বলেন— একাত্তরের স্বাধীনতা, বাহাত্তরের সংবিধান, জাতীয় পতাকা আর জাতীয় সংগীতের সঙ্গে কোনও সমঝোতা করা যাবে না। পান্না অভিযোগ করেন— বৈঠকে কিছু দুষ্কৃতকারী হট্টগোল করেছে, স্লোগান দিয়েছে। তার ভাষায়— এটা ক্ষমতাসীনদের দাপটের ফল।

তিনি আরও বলেন, সাংবাদিকদের কার্যালয়েই যখন গ্যাঞ্জাম হয়, তখনই বোঝা যায়— দেশে মতপ্রকাশের স্বাধীনতা আর গণমাধ্যমের স্বাধীনতা কতটা সীমিত।

শেষে মুক্তিযোদ্ধাদের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন— মুক্তিযোদ্ধারা, ঐক্যবদ্ধ হন। এখনই শেষ সময় ঐক্যবদ্ধ হওয়ার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top