রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

দেশে পাকিস্তানি মনোভাবের পোলাপান জন্মেছে : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১৬:৫১

ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন—বাংলাদেশে পাকিস্তানি মনোভাবের পোলাপান কিভাবে জন্মাল, তা আমাদের বুঝতে হবে।

তিনি টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বলেন, সম্মান কুড়িয়ে পাওয়া যায় না, কুড়িয়ে নেওয়া যায় না। মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে যদি দেশ বিসর্জন দিতে হয়, পাকিস্তান হওয়ার ভয় নেই। তবে দেশে কিছু মানুষের পাকিস্তানি মনোভাব গ্রহণযোগ্য নয়।

কাদের সিদ্দিকী সেনাবাহিনীকে প্রশংসা করে বলেন—বাংলাদেশের সেনাবাহিনী দেশ গড়েছে রক্ত ও ত্যাগের মাধ্যমে। ‘হাসিনা হটাও’ আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের সামনাসামনি না দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছে, যা প্রশংসার যোগ্য।

তিনি আরও বলেন, যারা ৭১-এর অনুষ্ঠানে অরাজকতা সৃষ্টি করেছে, তাদেরকে দোষী মনে করা উচিত, আর অধ্যাপক ইউনূস বিদেশে থাকায় সেই দায়িত্ব নিতে পারেননি। দেশের অরাজকতার কারণে জনগণও ক্ষুব্ধ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top