বিএনপির ৪৭ বছর

স্বাধীনতা ও গণতন্ত্রে বিএনপি অটল প্রহরী: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬

ছবি: সংগৃহীত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—নানামুখী চক্রান্তের মধ্যেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে। শহীদ জিয়ার হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

তারেক রহমান আরও বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে ৯০–এর দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির আপোষহীন ভূমিকার ফলে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। ১৯৯১ সালে বিএনপি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় গণতন্ত্র চালু করে।

তিনি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত নেতাকর্মী এবং গণতন্ত্রের জন্য প্রাণ দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন—প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সুশাসন ও ন্যায়বিচার অপরিহার্য। তারেক রহমানের ভাষায়—দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি জনগণের পাশে থেকে আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে।



বিষয়: Steadfast watchman


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top