নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, সেনা ও অন্তর্বর্তী সরকার কার নির্দেশে চলছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৬

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনী কাদের নির্দেশে চলছে—এ প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার রাতে ঢাকা মেডিকেলে নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি অভিযোগ করেন—সেনাবাহিনী নুরের ওপর হামলাকে ‘মব ভায়োলেন্স’ আখ্যা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এ ধরনের অবস্থান দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। সেনাবাহিনীর উচিত দ্রুত বিবৃতি প্রত্যাহার করে ক্ষমা চাওয়া।

নাহিদ ইসলাম দাবি করেন—হামলার আগে সেনাবাহিনী নুরকে হুমকি দিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই হামলা চালানো হয়। এর মাধ্যমে গণঅভ্যুত্থানের শক্তিকে দুর্বল করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন—জাতীয় পার্টি শুধু গত ১৬ বছর দালালি করেনি, তারা ৯০–এর পরাজিত শক্তি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন—নুরের ওপর হামলা অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশের জন্য অশনিসংকেত। জনগণের ত্যাগের বিপরীতে নতুন ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top