ডাকসু ও হল সংসদ নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার (১ সেপ্টেম্বর) আদালত এক আদেশে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন।

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা ছিল। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন।

ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং সদস্য পদে সবচেয়ে বেশি ২১৭ জন প্রার্থী চূড়ান্ত তালিকায় রয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজারের বেশি প্রার্থী।

হাইকোর্টের আদেশে আপাতত ডাকসু নির্বাচন স্থগিত হলেও শিক্ষার্থীরা এখন অপেক্ষায়—আবার কবে অনুষ্ঠিত হবে এই বহুল আলোচিত নির্বাচন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top