গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রাম করেছে বিএনপি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে—গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আবারও ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো প্রতিবারই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে বিএনপি জেগে উঠেছে।

তিনি দাবি করেন— বিএনপি এ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছে, ফিরিয়ে এনেছে বহুদলীয় গণতন্ত্র, নিশ্চিত করেছে গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা।

মির্জা ফখরুল আরও বলেন, গত ১৫ বছরে বিএনপিকে ধ্বংস করার জন্য লাখো মানুষের বিরুদ্ধে মামলা, হাজারো হত্যাকাণ্ড ও গুম ঘটানো হয়েছে। তবে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি মিলেছে।

তিনি আশা প্রকাশ করেন— জনগণের সমর্থনে ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটিয়ে দেশকে আরও এগিয়ে নেবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top