ডাকসু নির্বাচন স্থগিতাদেশে নতুন মোড়, শুনানি বুধবার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু নির্বাচন ঘিরে আইনি নাটকীয়তা অব্যাহত। হাইকোর্টের দেওয়া নির্বাচন স্থগিতের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত মঙ্গলবার পর্যন্ত স্থগিত রাখার পর, নতুন নির্দেশনায় তা আগামীকাল বুধবার পর্যন্ত বহাল থাকছে। সেদিন নিয়মিত বেঞ্চে পূর্ণাঙ্গ শুনানি হবে।
আইনজীবী শিশির মনির ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকেলে হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আপিল করলে হাইকোর্টের আদেশ তাৎক্ষণিক স্থগিত করা হয়। এখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বুধবার। ডাকসু নির্বাচনে এবার মূল লড়াই ঘিরে আছে প্রার্থিতা বৈধতা ও আদালতের রায়ের ওপর।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।