ডাকসু নির্বাচনের শেষ প্রচারণা, ভোটে সুষ্ঠু পরিবেশের আশা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ— ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তাই শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ চলছে ভোটারদের দ্বারে দ্বারে।
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রতিশ্রুতি দিয়েছেন— নারী-পুরুষ নয়, প্রতিটি শিক্ষার্থীকে সমানভাবে গণ্য করবেন। পাশাপাশি নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনেরও ঘোষণা দেন।
অন্যদিকে স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
এদিকে অমর একুশে হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এস এম ফরহাদ ও আবু বাকের মজুমদার। তারা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিকেলে মধুর ক্যান্টিনে ব্রিফিং করে স্বতন্ত্র প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর অভিযোগ তোলেন বৈষম্যের।
ছাত্রদলও চিফ রিটার্নিং অফিসারের কাছে অভিযোগপত্র জমা দিয়েছে। সবশেষে প্রত্যাশা একটাই— আগামী ৯ সেপ্টেম্বরের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হোক সুষ্ঠু, সুন্দর ও দৃষ্টান্তমূলক।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।