মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপ নেই: বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ থাকবে না।

সেনাবাহিনী সোমবার তাদের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা গুজব ছড়াচ্ছে। এটি নির্বাচনী পরিবেশকে ব্যাহত করার চেষ্টা হিসেবে তারা অভিহিত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তারা আশা করছে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

সেনাবাহিনী প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছে এবং ভোটগ্রহণের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনীর বার্তা স্পষ্ট— ডাকসু নির্বাচন হবে স্বতন্ত্র ও শান্তিপূর্ণ, আর সেনাবাহিনী কোনো প্রভাব রাখতে যাচ্ছে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top