মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে প্রথমবার ফল দেখাবে এলইডি স্ক্রিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন আগামীকাল, ৯ সেপ্টেম্বর। এবার ভোট গণনায় ইতিহাসে নতুন সংযোজন—প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন।

নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, এই এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনার ফলাফল সরাসরি প্রদর্শন করা হবে, যা স্বচ্ছতা বাড়াবে।

নির্বাচনে মোট ভোটার ৩৯,৮৭৪ জন, যার মধ্যে ছাত্র ২০,৯১৫ এবং ছাত্রী ১৮,৯৫৯। ভোটাররা কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দেবেন।

এবার ২৮ পদের জন্য লড়ছেন ৪৭১ প্রার্থী, এর মধ্যে পুরুষ ৪০৯ ও নারী ৬২। প্রধান পদগুলোতে—সহ-সভাপতি ৪৫ জন, সাধারণ সম্পাদক ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক ২৫ জন।

ভোটের সময় কেন্দ্রগুলোতে মোবাইল, ব্যাগ, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল বা তরল পদার্থ প্রবেশ নিষিদ্ধ। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ডাকসু নির্বাচনে নিরাপত্তা ও স্বচ্ছতার নতুন সংযোজন এলইডি স্ক্রিন। সব শিক্ষার্থী অংশ নিন শান্তিপূর্ণভাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top