ডাকসু ভোটগ্রহণ: তরুণদের গণতন্ত্র উদযাপনে উৎসবমুখর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৮

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট চলছে।

নির্বাচনে মোট ৩৯,৮৭৪ ভোটার অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ২০,৯১৫ জন, ছাত্রী ১৮,৯৫৯ জন। একজন ভোটার কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে ভোট দিচ্ছেন। ২৮ পদের বিপরীতে লড়ছেন ৪৭১ প্রার্থী, যার মধ্যে ৪০৯ জন পুরুষ এবং ৬২ জন নারী।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ডাকসুর মাধ্যমে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ। এরপর জাতীয় নির্বাচনের ট্রেন আসবে। তিনি ভোটারদেরও শুভেচ্ছা জানান।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেড়যুগ পর তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগ করছে। এই নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা।

শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনায় ভোট দিচ্ছেন, আর ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top