ডাকসু নির্বাচন: জাতীয় নির্বাচনের মডেল বলে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন আসলে জাতীয় নির্বাচনের একটি মডেল।

তিনি উল্লেখ করেন, এখানে ভোট দিচ্ছেন শতভাগ শিক্ষিত ভোটার এবং ভোট পরিচালনা করছেন আরও উচ্চশিক্ষিত ব্যক্তিরা। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে এত সংখ্যক উচ্চশিক্ষিত লোক ভোট পরিচালনা বা ভোটার হিসেবে থাকবেন না।’

উপদেষ্টা আরও বলেন, অনেক বছর পর এই নির্বাচন হচ্ছে এবং এটি একটি ইতিবাচক উদাহরণ তৈরি করবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং এটি ভালো দৃষ্টান্ত হিসেবে থাকবে।

তিনি জানান, ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে সেগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। জাতীয় নির্বাচনের জন্য ভোট পরিচালনার প্রশিক্ষণকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

ডাকসু নির্বাচনকে শিক্ষিত ভোটার ও স্বচ্ছ ভোট প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের একটি মডেল হিসেবে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top