মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ডাকসু ভিপি সাদিক, জিএস ফরহাদ, ফল নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহ-সভাপতি বা ভিপি পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সাদিক কায়েম। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।

সাধারণ সম্পাদক বা জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পান ৫ হাজার ২৮৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদেও জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মো. মহিউদ্দিন খান। তার প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৭২।

এদিকে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা এবং ছাত্রদলের আবিদুল ইসলাম খান। তবে রিটার্নিং কর্মকর্তা দাবি করেছেন—এটি ছিল একটি মডেল নির্বাচন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top