ডাকসু নির্বাচনে ২৩ পদে জয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ৫ পদে স্বতন্ত্র প্রার্থী
মিঠু মুরাদ | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদে ২৩টিতে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বাকি ৫টি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
ভিপি পদে বিজয়ী হয়েছেন সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান। এর পাশাপাশি আরও ২০টি পদে জয়ী হয়েছেন জোটের প্রার্থীরা। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসিম, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসাইন। এছাড়া কমন রুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উম্মে ছালমা, মানবাধিকার ও আইন সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এমএম আল মিনহাজ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম।
সদস্য পদে জয়ী হয়েছেন সাবিকুন্নাহার তামান্না, সর্বমিত্র, আনাস ইবনে মুনির, ইমরান হোসেন, তাজিনুর রহমান, মেফতাহুল হোসেন আল মারুফ, বেলাল হোসাইন অপু খান, রাইসুল ইসলাম, মো. শাহিনুর রহমান, মোছা. আফসানা আক্তার ও রায়হান উদ্দীন।
অন্যদিকে, বাকি পাঁচটি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বী, এবং সদস্য পদে হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।
ডাকসুর এই নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা কোনো পদই জিতে আনতে পারেনি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।