বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

নেপালে বিক্ষোভে অরাজকতা, দেশজুড়ে কারফিউ ও নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৮

ছবি: সংগৃহীত

নেপালে জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় সেনাবাহিনী দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। সেনারা জানিয়েছে, জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস জানায়, বুধবার বিকেল ৫টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ কার্যকর হবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভে অরাজক উপাদান ঢুকে অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, টার্গেট করে হামলা এবং যৌন নির্যাতনের চেষ্টার মতো ঘটনা ঘটিয়েছে। এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

কারফিউ চলাকালে জরুরি সেবার যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাকর্মীদের গাড়ি চলাচলে অনুমতি থাকবে।

সেনাবাহিনী নাগরিকদের সতর্ক করে বলেছে—ভুল তথ্যের ফাঁদে পড়বেন না, শুধুমাত্র সরকারি ঘোষণা অনুসরণ করুন। এছাড়া জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি রক্ষা ও নাগরিকদের নিরাপত্তায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top