নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, বিকেল ৩টা ৫ মিনিট ও ৫টা ৪৫ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে দুটি ফ্লাইট ছেড়ে আসবে।
দূতাবাস সূত্রে জানা গেছে, বর্তমানে নেপালে শিক্ষাসফরে যাওয়া ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধি দল, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরত প্রায় ৫০ জন বাংলাদেশি, এবং আনুমানিক ৪০০ পর্যটক অবস্থান করছেন।
এদিকে, আজ বিকেলেই বিশেষ ফ্লাইটে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঢাকা ফিরছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।