রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

নুরুল হক নুর হামলা: গণঅধিকার ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯

ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদ নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে আলটিমেটাম দিয়েছে।

আজ রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, যদি এই সময়ের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে তারা রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

ফারুক হাসান অভিযোগ করেছেন, সরকার তদন্ত কমিশন গঠন করলেও প্রতারণামূলকভাবে সময়ক্ষেপণ করছে। ভিডিওতে দেখা যাচ্ছে সেনা ও পুলিশ উপস্থিতিতে নুরকে রক্তাক্ত করা হয়েছে। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নুরের শারীরিক অবস্থা এখনও গুরুতর। ডাক্তাররা তাকে লিকুইড খাবারের উপর রেখেছেন এবং চোয়ালে জটিলতা দেখা গেছে। গণঅধিকার পরিষদ চাহিদা জানিয়েছে, যারা অপরাধ করেছে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থার আওতায় আনা হোক এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top