পিআর দাবিতে জামায়াতের কর্মসূচি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে— যদি আগামী নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে না হয়।

সোমবার মগবাজারে এক কর্মসূচি ঘোষণায় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান— জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে তারা মাঠে নামছেন।

কর্মসূচি অনুযায়ী—১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে,  আর ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল হবে।

তাহের আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। তবে এটিকে এখনই যুগপৎ আন্দোলন বলতে নারাজ তিনি।

এই কর্মসূচি নিয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী অন্যান্য দলের সঙ্গেও আলোচনা চলছে বলে জানিয়েছেন জামায়াতের নেতারা।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top