মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ কেন বাড়ল?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯

ছবি: সংগৃহীত

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করেছিল ‘জাতীয় ঐকমত্য কমিশন’। লক্ষ্য ছিল ছয়টি সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে একটি ঐকমত্যে পৌঁছানো। এই কমিশনের সভাপতি করা হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এবং সহ-সভাপতি হন অধ্যাপক আলী রীয়াজ।

এই কমিশনে রয়েছেন জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর প্রধানরা। ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা এই কমিশনের মেয়াদ প্রথমবার ১৫ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু সেই সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায়, ১২ আগস্ট এর মেয়াদ বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এখন, আবারও সেই মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। সোমবার রাতে মন্ত্রিসভার পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনের নতুন মেয়াদ থাকবে ১৫ অক্টোবর পর্যন্ত।

সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা ও সুপারিশগুলো চূড়ান্ত করতে আরও সময় প্রয়োজন। তাই এই মেয়াদ বৃদ্ধিকে জরুরি বলে মনে করা হচ্ছে। জনগণের প্রত্যাশা, এই কমিশন যেন দ্রুত তাদের কাজ শেষ করে একটি কার্যকর ঐকমত্য তৈরি করতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top