বিশ্ব বাঁশ দিবস আজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০

বন্ধু-বান্ধবকে ‘বাঁশ’ দেওয়ার কথা মজা করে অনেকেই বলেন। তবে আজ সত্যিই বাঁশের তৈরি উপহার দিতে পারেন কাছের মানুষকে। কারণ আজ ১৮ সেপ্টেম্বর-বিশ্ব বাঁশ দিবস।
২০০৫ সালে বৈশ্বিকভাবে বাঁশ শিল্পকে উন্নত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাঁশ সংস্থা। পরে ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে দিবসটি স্বীকৃতি পায়। ওই সম্মেলনে প্রায় ১০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং দিনটিকে বিশ্ব বাঁশ দিবস হিসেবে পালনের প্রস্তাবে সম্মত হন। প্রস্তাবটি দিয়েছিলেন সংস্থার তৎকালীন সভাপতি কামেশ সালাম।
বিশ্বজুড়ে বাঁশের প্রয়োজনীয়তা ও সচেতনতা বাড়াতেই এ দিবস পালিত হয়। আসবাবপত্র কিংবা গৃহস্থালি সামগ্রী ছাড়াও বাঁশ ব্যবহার করা হয় খাদ্য হিসেবেও। বিশেষ করে সবুজ বাঁশের ডালের ভেতরের অংশ-বাঁশ কোড়ল-স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রজাতির বাঁশ রয়েছে চীনে—অন্তত ৫০০ প্রজাতি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল, যেখানে আছে ২৩২ প্রজাতি। আর বাংলাদেশে পাওয়া যায় ৩৩ প্রজাতির বাঁশ, যা দেশটিকে তালিকার অষ্টম স্থানে রেখেছে।
বাঁশ শুধু একটি উদ্ভিদ নয়, এটি পরিবেশবান্ধব জীবনযাপনের গুরুত্বপূর্ণ উপকরণও। তাই বিশ্ব বাঁশ দিবসে স্লোগান একটাই—সবুজ পৃথিবীর জন্য বাঁশের ব্যবহার বাড়াই।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।