তারেক রহমানের কড়া বার্তা! দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬

নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রতি কড়া বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানিয়েছেন, দল কোনোভাবেই দুর্নীতি, চাঁদাবাজি বা অসদাচরণকে প্রশ্রয় দেবে না।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তারেক রহমান জানান, এরই মধ্যে বিভিন্ন অভিযোগে ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ পদ হারিয়েছেন, আবার অনেকেই দল থেকে বহিষ্কৃত হয়েছেন।
তারেক রহমান বলেন, বিএনপি নিজেদেরকে সেই একই মানদণ্ডে দাঁড় করায়, যা তারা ক্ষমতাসীনদের কাছে দাবি করে। তিনি জানান, দল তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা পূরণে তৃণমূল থেকে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে যাচ্ছে।
তারেক রহমান বলেন, বিএনপিকে আধুনিক করা হচ্ছে এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দল ভবিষ্যতে সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে পরিচিত হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।