বৃহঃস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন আটক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৮

ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের তাৎক্ষণিক অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে ১৫-২০ জন যুবক হঠাৎ ব্যানার হাতে মিছিলে যোগ দেন। তারা প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর ব্যানার গুটিয়ে দ্রুত এলাকায় থেকে চলে যান।

আটককৃতদের মধ্যে রয়েছেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) এবং বাদশা মিয়া (৫৫)।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে। কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে এবং কারা আশপাশ থেকে আটক হয়েছে, তা যাচাই করা হচ্ছে। প্রমাণ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top