পিআর নাকি বিদ্যমান পদ্ধতি, দলগুলোই সিদ্ধান্ত নেবে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০১

আসন্ন জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে—এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে সরকারের কম কথা বলাই ভালো।
রোববার একটি গবেষণা সংস্থার জরিপ ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জরিপে উঠে এসেছে, দেশের প্রায় ৫৬ শতাংশ মানুষই পিআর সিস্টেম সম্পর্কে জানেন না। যারা জানেন, তাদের মধ্যে ২১.৮ শতাংশ এই পদ্ধতি চান, আর ২২.২ শতাংশ এর বিপক্ষে।
জরিপে অংশ নেওয়া ৬৯.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে।
তবে জরিপে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো তুলনামূলকভাবে কম ইতিবাচক মনোভাব পোষণ করে। প্রেস সচিবের এই মন্তব্য এবং জরিপের ফলাফল এখন রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।