দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩

সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্তের পথে বিএনপি। ইতোমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে দল। আরও প্রায় ৫০টি আসনে যাচাই-বাছাই চলছে।

ঢাকার কয়েকটি আসনে নামও নিশ্চিত—ঢাকা-৪ এ তানভীর আহমেদ রবীন, ঢাকা-৮ এ মির্জা আব্বাস, ঢাকা-১৩ এ এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা-১৬ এ আমিনুল হক, আর ঢাকা-১৭ এ বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

বিএনপি সূত্র বলছে, তারেক রহমান সরাসরি সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিচ্ছেন।
যেসব আসনে কোন্দল আছে, সেখানে স্কাইপে যুক্ত হয়ে নির্দেশ দিচ্ছেন—দলীয় প্রার্থীর পক্ষেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জামায়াত ইতোমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং মাঠে প্রচারণা শুরু করেছে।
তাদের মোকাবিলায় বিএনপিও মৌখিক সংকেত দিয়ে নেতাদের মাঠে নামাচ্ছে।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন—মাঠ জরিপ ও তৃণমূলের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। এখন প্রশ্ন—এই কৌশল কি বিএনপিকে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে দেবে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top