একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতেই রাকসু নির্বাচন পিছানো হচ্ছে: শিবির প্যানেলের ভিপি প্রার্থী
মিঠু মুরাদ | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বারবার পেছানো হচ্ছে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য—এমন অভিযোগ করেছেন শিবির প্যানেলের ভিপি প্রার্থী ও রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এর আগেও দফায় দফায় তারিখ পরিবর্তন করা হয়েছে। ছাত্রদলকে সুবিধা দিতে মনোনয়ন ফরম বিতরণের সময়সীমা বাড়ানো হয়েছিল, আজও একই কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “একটি দলকে সুযোগ দিতেই বারবার এমন একতরফা সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর যে তারিখ দেওয়া হয়েছে, সেটিও পরিবর্তন হবে না—এ ব্যাপারে সন্দেহ রয়েছে।”
সংবাদ সম্মেলন শেষে রাত সাড়ে ৯টার দিকে রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনের তারিখ পরিবর্তনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন হল ইউনিটের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন।
এ বিষয়ে জানতে চাইলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “সবদিক বিবেচনা করেই তারিখ পরিবর্তন করতে হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রয়োজন। কিন্তু পোষ্য কোটা ইস্যুতে শাটডাউন থাকায় কাজে ব্যাঘাত ঘটেছে। আমরা আশা করছি, ১৬ অক্টোবর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।