মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ সাতজন হাসপাতালে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৪

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে একটি পেট্রোল পাম্পে আগুন লেগেছে। এতে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাইকে জরুরি ভিত্তিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পেট্রোল পাম্পটি আমতলীর গুলশান এলাকায় অবস্থিত। আগুন লেগেছে তেলের ট্যাংক পরিষ্কার করার সময়, যেখানে কাজের সঙ্গে যুক্ত সাতজনের শরীর ঝলসে যায়। তবে সূত্রের খবর, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধদের ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দগ্ধদের পরিচয় এখনও জানা যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top