মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ডব্লিউটিও ও প্যারিসের মেয়রের সাথে জরুরি বৈঠক: ড. ইউনূসের কূটনীতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২

সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এর একটি বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অন্যটি প্যারিস সিটি কর্তৃপক্ষের সঙ্গে।

তিনি ডব্লিউটিও’র মহাপরিচালক ড. ন্গোজি অকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠক করে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে, সে জন্য পূর্ণ সমর্থন কামনা করেন। জবাবে ড. ন্গোজি বাংলাদেশের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং ডব্লিউটিও সংস্কারে তার নেতৃত্ব কামনা করেন।

এরপর প্রধান উপদেষ্টা প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, ‘আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।’ বৈঠকে অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়েও আলোচনা হয়। এই বৈঠকগুলো প্রমাণ করে, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে কতটা সক্রিয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top