মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এবার তাকে খোঁচা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি যিনি সক্রিয়, যিনি শান্তি চান এবং নোবেল পুরস্কারও চান। কিন্তু এই পুরস্কার তখনই সম্ভব, যদি আপনি এই যুদ্ধ থামাতে পারেন। ম্যাক্রোঁ মূলত ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন।
ফরাসি প্রেসিডেন্ট ট্রাম্পকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে গাজায় সামরিক অভিযান বন্ধ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যেরও বিরোধিতা করেন।
ম্যাক্রোঁ বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা নয়, বরং এই সিদ্ধান্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করবে এবং হামাসকে বিচ্ছিন্ন করে দেবে। এই মন্তব্যগুলো আন্তর্জাতিক মঞ্চে গাজা সংঘাত নিয়ে বিশ্বনেতাদের ভিন্ন মতকে আবারও সামনে নিয়ে এলো।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।