ইউরোপ থেকে ফিরছে ৫২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯

সংগৃহীত

ইউরোপ থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫২ বাংলাদেশিকে—সবাই পুরুষ। আজ সকাল ৭টায় প্রথম দফায় ৩২ জন ঢাকায় পৌঁছাবেন। ইতালি, অস্ট্রিয়া, গ্রিস ও সাইপ্রাস থেকে পাঠানো হচ্ছে তাদের। অবৈধ কাগজপত্রের অভিযোগেই ফেরত পাঠানো হয়েছে। বাকি ২০ জন কবে ফিরবেন, তা এখনো জানা যায়নি।

ফ্রন্টেক্স—ইউরোপের সীমান্ত রক্ষী সংস্থা—এই প্রক্রিয়া পরিচালনা করছে। বাংলাদেশে পৌঁছালে ব্র্যাক তাদের আর্থিক সহায়তা ও কাউন্সেলিং করবে। গবেষণায় দেখা গেছে, অবৈধভাবে ইউরোপ যাওয়াদের বড় অংশ ২৬–৪০ বছরের যুবক।

 অনেকেই লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। বাংলাদেশ সরকার বলছে—অনিয়মিত অভিবাসন বন্ধ করতে হবে, আর ফেরত আসাদের পুনরেকত্রীকরণে সহায়তা অব্যাহত থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top