মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সরকারের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৮:১৬

সংগৃহীত

জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মান জানাবে সরকার। আগামী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

শুধু তাই নয়, ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পালিত হচ্ছে জাতীয় শিশু অধিকার সপ্তাহ। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য হলো— ‘শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করবো কাজ’। সরকার ও বেসরকারি সংস্থাগুলো একযোগে এই সপ্তাহ পালন করছে।

দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এছাড়াও ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এই অনুষ্ঠানে সবচেয়ে আবেগপূর্ণ অংশটি থাকবে— যখন আন্দোলনে নিহত শিশুদের অভিভাবকরা তাদের অনুভূতি প্রকাশ করবেন। শিশুদের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে। সম্মাননা প্রদান এবং এই আয়োজন শিশুদের অধিকার ও কল্যাণে কাজ করার গুরুত্বকে নতুন করে তুলে ধরবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top