মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

মর্গের ভিতরে মৃত তরুণীকে ধর্ষণ: যুবক আবু সাইদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৪:২৯

সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। মৃত তরুণীকে ধর্ষণের অভিযোগে আবু সাইদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আবু সাইদ জেলার হালুয়াঘাট থানার মরদেহ আনা-নেওয়ার কাজ করত। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গত রবিবার হালুয়াঘাটে আত্মহত্যা করা ২০ বছর বয়সী ওই তরুণীর মরদেহ মঙ্গলবার বেলা ১২টার দিকে মর্গে আনা হয়। এরপরই মর্গের লাশ কাটা ঘরে এই নৃশংস ঘটনাটি ঘটে।

মর্গের কর্তব্যরত ডোম এসে অভিযুক্ত আবু সাইদকে এবং তার সঙ্গীকে মর্গে ঘুমন্ত অবস্থায় দেখে সন্দেহ করেন। পরে ডাক্তার এসে ময়নাতদন্ত করে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।

ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ আবু সাইদ ও তার সঙ্গীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আবু সাইদ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এমন ভয়াবহ অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top